চুলকানি দূর করার ঔষধের নাম

চুলকানি রোগটি সাধারণ হলেও খুব তাড়াতাড়ি এটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই চুলকানি রোগকে সাধারণ বলে অবহেলা না করে, দ্রুত এ রোগের প্রতিকার করা উচিত। বর্তমানে বেশিরভাগ লোকদের মধ্যেই চুলকানিজনিত রোগটি রয়েছে। খুবই বাজে এবং অস্বস্তিকর একটি রোগ এবং তা গরমকালে একটু বেশিই সংক্রমিত হয়। চুলকানি নানা কারণে হতে পারে তবে বেশিরভাগ সময় চুলকানি রোগীর সংস্পর্শ থেকে চুকানির সৃষ্টি হয়। চুলকানির জন্য রয়েছে ঘরোয়া অনেক প্রতিকার এবং তার সাথে রয়েছে চুলকানি দূর করার ঔষধ। 

আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন চুলকানি দূর করার ঔষধের নাম, চুলকানি দূর করার মলম এবং চুলকানি দূর করার কিছু ঘরোয়া উপায়ে সম্পর্কে বিস্তারিত তথ্য। তো চলুন আর দেরি না করে জেনে আসি, চুলকানি দূর করার ঔষধের নাম সহ চুলকানি নিরাময় নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। 

toc) #title=(Table of Content)

চুলকানি দূর করার ঔষধ 

শরীরের যেকোনো জায়গার চুলকানি দেখা দিলে তা খুব দ্রুতই প্রতিকার করা উচিত। তবে চুলকানি দূর করার ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা অনুচিত। চুলকানি দূর করার সেরকমই কিছু চুলকানি দূর করার ঔষধের নাম হচ্ছে, 

  • Atarax
  • Darma 50
  • Alatorl
  • Ordain
  • Fexofenadine
  • Diphenhyramine
  • Desloratadine
  • Cetrizine
  • Sendo

চুলকানির অনুভূতি খুবই সাধারণ যার কারণে খুব সহজেই বুঝা যায় চুলকানি রোগ। সাধারণ চুলকানি হলে একটু আচঁড়ানোর পরেই তা কমে যায়। কিন্তু অন্য কোন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সাথে জড়িত থাকলে শুধু আঁচড়ালেই কমবে না বরং সেই স্থানে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন,

  • ত্বক আঁশের মতো হয়ে যাওয়া
  • খসখসে হয়ে যাওয়া
  • শুষ্ক ত্বক 
  • ফুলে যাওয়া
  • প্রদাহ 
  • জ্বালা-পোড়া করা
  • জায়গা লালচে হয়ে যাওয়া, ইত্যাদি। 

এই সমস্যাগুলো চিকিৎসা না করালে বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তাই বড় ধরনের সমস্যা হওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 

আরো পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ব্যায়াম

চুলকানি দূর করার মলম 

অনেকের ক্ষেত্রে দেখা যায় চুলকানি দূর করার ঔষধ খেয়েও কোন কাজ হচ্ছে না। তারা বাজারের চুলকানি দূর করার ক্রিম/মলম গুলো ব্যবহার করে দেখতে পারেন। সেরকমই চুলকানি দূর করার কয়েকটি ক্রিম বা মলম হচ্ছে, 

  • Antifungal cream 
  • Fungidal HC 
  • Fungin B
  • Fungin
  • Pevisone

এই ক্রিমগুলো শরীরের যেকোনো জায়গায় চুলকানির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। অস্বস্তিকর চুলকানি থেকে মুক্তি পেতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার কাপড় পরিধান করুন। চুলকানি রোগীর সংস্পর্শ এড়িয়ে চলুন। চুলকানি খুবই মারাত্মক কিছু নয় তবে, চুলকানিকে অবহেলা করাও উচিত নয়। চুলকানি দীর্ঘ সময় থাকার ফলে বড় ধরনের রোগ দেখা দিতে পারে। উপরে উল্লেখিত রয়েছে, চুলকানি দূর করার ঔষধের নাম এগুলোও ব্যবহার করে দেখতে পারেন,তবে তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। 

আরো পড়ুনঃ এলার্জি চুলকানি দূর করার উপায়

চুলকানি দূর করার ঘরোয়া উপায় 

চুলকানি খুব অস্বস্তিকর একটি রোগ। বিশেষ করে গরমের সময় এই অস্বস্তিকর রোগটি শরীরে দেখা দেয়। অপরিষ্কার, অতিরিক্ত ঘাম, চুলকানি রোগীর সংস্পর্শে থেকেই আবির্ভাব ঘটে চুলকানির। এতক্ষণ আমরা জানতে পেরেছি চুলকানি দূর করার ঔষধের নাম এবং চুলকানি দূর করার মলম বা চুলকানি নিয়ে বিভিন্ন তথ্য। অনেকে আবার চুলকানির ঔষধ প্রয়োগ করার আগে চুলকানি দূর করার ঘরোয়া কিছু উপায় প্রয়োগ করতে চান। তো চলুন এখন জেনে নেই, চুলকানি দূর করার ঘরোয়া কিছু উপায়। 

নারিকেল তেল 

শরীরে যেকোন ধরনের চুলকানির মধ্যে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল ব্যবহারের ফলে অস্বস্তিকর চুলকানি থেকে পরিত্রাণ পাওয়া যায়। চুলকানির স্থানে লাগিয়ে নিবেন দিনে কয়েকবার।

আরো পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন কমে যায় কেন

লেবুর রস 

লেবু একটি অ্যান্টিফাঙ্গাল হিসেবে ব্যবহৃত হয়, চুলকানির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে লেবুর রস। শরীরের যে জায়গায় চুলকায় সেই স্থানে লেবুর রস লাগিয়ে তো শুকিয়ে নিবেন। এতে প্রচন্ড চুলকানি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। 

নিমপাতা 

নিমপাতা খুবই কার্যকর একটি ঔষধী পাতা। চুলকানি, ব্রণ অথবা ত্বকের যেকোন সমস্যায় খুবই কার্যকর নিমপাতা। চুলকানির স্থানে নিম পাতা বেটে অথবা নিমপাতার রস লাগাবেন। অথবা নিমপাতা জাল দিয়ে সেই পানি দিয়ে গোসল করলে চুলকানি নিরাময় হওয়া সম্ভব। 

অ্যালোভেরা 

ত্বকের যেকোনো ধরনের চুলকানির ক্ষেত্রে অ্যালোভেরা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আপনার শরীরের যে অংশে চুলকায় সেই স্থানে অ্যালোভেরা অথবা অ্যালোভেরা পাতার রস ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা পাতার রস ব্যবহারের ফলে খুব দ্রুতই চুলকানি নিরাময় সম্ভব। 

আরো পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায়

সতর্কতা

চুলকানি থেকে মুক্তি পেতে আপনার জীবনধারার কিছু পরিবর্তন ঘটাতে পারেন,যেমন:-

  • চুলকানির স্থানে অযথা নখ না লাগিয়ে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ অথবা মলম লাগাতে পারেন। নখ দিয়ে চুলকালে নখের নিচের জীবাণু চুলকানির জায়গায় গিয়ে আরো প্রদাহ বৃদ্ধি করে। 
  • চুলকানি হতে পারে এমন সব পদার্থ থেকে দূরে থাকুন।
  • অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ নিবেন না। চাপ বৃদ্ধি হলে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যায় এবং এতে চুলকানি এবং অন্যান্য এলার্জির  সৃষ্টি হয়ে যায়। 
  • শরীরের চুলকানি প্রভাবিত জায়গায় চুলকাবেন না। এতে যদি ছত্রাকের সংক্রমণ হয়, এতে সংক্রমণ অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং  চুলকালে ত্বকের ক্ষতি হবে। 

আরো পড়ুনঃ চুলকানি দূর করার উপায়

শেষকথা

চুলকানি একটি সাধারণ বিষয় বলে আমরা একে অবহেলা করি। তবে বেশিদিন এই চুলকানির ফলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই চর্মরোগ বা চুলকানিকে অবহেলা না করে, শুরু থেকেই এর চিকিৎসা নেওয়া উচিত। আমাদের আজকের আর্টিকেলটি ছিল, চুলকানি দূর করার ঔষধের নাম, মলম এবং চুলকানি নিয়ে বিভিন্ন বিষয়ের উপর। আশা চুলকানি দূর করার ঔষধের নাম এই পুরো পোস্টটি পড়ে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। পুরো পোস্টটি  মনোযোগ সহকারে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, চুলকানি রোগীর ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকুন। 

আরো পড়ুনঃ ডার্ক চকলেট কোনটা ভালো

চুলকানি দূর করার ঔষধের নাম সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর / FAQ

প্রশ্ন ১: একজিমার ঔষধের নাম কি?

উত্তর:- শরীরের যেকোনো স্থানেই একজিমা হতে পারে, হাত,পা,হাঁটুর বিপরীত অংশে, বাহু,গোড়ালী, হাতের কব্জি, ঘাড়, বক্ষস্থল ইত্যাদি। একজিমার ঔষধ হিসেবে এমোলিয়েন্টস (Emollients) এবং স্টেরেয়ড মলম (Steroid ointments) একজিমার প্রকোপ নিয়ন্ত্রণে রাখে। 

প্রশ্ন ২: চুলকানির সবচেয়ে ভালো ঔষধ কোনটি? 

উত্তর:- ক্যালামাইন লোশন বা মেন্হল, কর্পূর, ক্যাপসাইসিন অথবা প্রমোক্সিন এর মতো সাময়িক অ্যানেস্হেটিক সহ ক্রিমগুলো ব্যবহার করে দেখতে পারেন। তবে এগুলো শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। 

প্রশ্ন ৩: সবচেয়ে ভালো চুলকানির ক্রিম কোনটি? 

উত্তর:- চুলকানির জন্য ভালো মানের একটি ক্রিম হচ্ছে, Aveeno 1% Hydrocortisone Anti Itch Cream। এই স্টেরয়েড ক্রিমের মধ্যে রয়েছে হাইড্রেটিং উপাদান, যা শুষ্ক ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। এই পন্যটি ১% হাইড্রোকর্টিসোন একটি উপাদান, যা ত্বকের চুলকানির চিকিৎসায় খুবই কার্যকরী। 

প্রশ্ন ৪: মানুষের জন্য সবচেয়ে শক্তিশালী চুলকানির ঔষধ কোনটি? 

উত্তর:- চুলকানির জন্য শক্তিশালী কিছু ঔষধ হচ্ছে, 

  • Cortizone 10 maximum straight, 
  • Aveeno Anti-Itch concentrated Lotion,
  • Gold bond Rapid Relief Anti-Itch Cream.


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!